বিষধর সাপের কামড়ে এক কিশোরীর মর্মান্তিক মৃত্যুকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়াল শুক্রবার। ঘটনাটাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে মালদার মানিকচকের রামনগর এলাকায়।
জানা গেছে, মৃত কিশোরের নাম রূপালী মন্ডল(৭)। স্থানীয় রামনগর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করত সে। বাবা গৌড় মন্ডল দিনমজুর। ঘটনার সম্পর্কে জানা গেছে, রুপালি বিগত রবিবার দুপুর আনুমানিক একটা নাগাদ বাড়ির পিছনে বাথরুমে যাওয়ার সময় তাকে বিষধর সাপ কামড় দেয়। যদিও পরিবারের লোকজনদের অনুমান সাপটি চন্দ্রবোড়া ছিল। রুপালি পরিবারের লোকজনকে সমস্ত ঘটনা জানায়। এরপর পরিবারের লোকজন রূপালীকে তড়িঘড়ি উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। যদিও কর্তব্যরত চিকিৎসক রুপালির অবস্থা অবনতি দেখে মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্থানান্তর করেন। দীর্ঘ চার দিন মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার ভোর নাগাদ মৃত্যু হয় রুপালির। মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েছে পরিবারে লোকজন। শুক্রবার দুপুর নাগাদ শোকাহত পরিবারের সাথে দেখা করেন রামনগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তথা স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য প্রসেনজিৎ মন্ডল। তিনি পরিবারকে সমবেদনা জানান এবং পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন। এইদিকে কিশোরীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।